মধ্যরাতে বয়সের হিসেব করে
বেড়ে গেল আরো কিছু বয়স।
আমি হাটু ভাজ করে দেখে গেলাম
হিসেবের অমিল।
ন্যায় অন্যান হিসেব না করেই
আমি সব দোষ মাথা পেতে নিলাম।
সাতশো লোকের সামনে বললাম
আমি পাপ করেছি, আমি পাপি।
আমি ক্ষমা চাই না,
আমি হারতে চাই, আমি শাস্তি চাই
আমি পাপি।
সবাই বলে বেচারা চাইলেই বাচতে পারতিস।
জানালার পর্দা ছিড়ে প্রতিবেশী মেয়ের
গোসল করা কুসুম দেখছি
জ্যোসনা রাতে দেখেছি হলের মেয়েদের
বেলিল্লাহ্ নিত্য ।
সমুদ্রে গিয়ে দেখে এলাম মেয়েদের
বেআব্রু শরীরের ভাজ।
আমার জন্য তিনটি মেয়ের জীবন নষ্ট
তারা এখন পখের মেয়ে।
আমি উন্মাদোনার হাসি হেসেছিলাম
বাথরুমে নিজস্ব স্বর্গে
তারপর ও কি আমি পাপি নয়
আমি পাপ করেছি , আমি পাপি
আমি ক্ষমা চাই না,
আমি হারতে চাই, আমি শাস্তি চাই
আমি পাপি। আমি পাপি।