আগুন দিয়ে আগুন ধরাব বলে
মশাল হাতে পথে নেমেছি
আজ জ্বালিয়ে দিব ভিত্তিহীন গনতন্ত্র।
ইতিহাসের গলার ভিতর হাত দিয়ে
বের করে আনবো পরাধীনতা।
তারপর নতুন করে স্বপ্ন দেখাব গৃহহীন মানুষকে
এবার যুদ্ধে জয়ী হলেই তোদের দিব
দোচালা টিনের ঘর।
তোর ছেলের পেটে দিব
মোটা চালের ভাত।
তোর মেয়ের হাতের বাসন ফেলে
ধরিয়ে দিব তেরঙ্গা কলম।
আমার চোখ নষ্ট হয়ে গেছে
চায়ের কাপে চোখ পড়তেই
ভেসে উঠে লাল রক্ত
আমার জিভ নষ্ট হয়ে গেছে
চায়ের কাপে চুমুক দিতেই
রক্তের নোনতা স্বাধ পাই
কার রক্তের স্বাধ এত নোনতা
প্রশ্ন করতেই,
রফিক শফিকের রক্তাত্ত চেহারা ভেসে উঠে
ছালাম বরকত ও কমে ছাড়ে না আমাকে
ওরা বলে,
যৌবন আছে, শক্তি ও যুক্তি আছে
সাহস নাই কেন?
তোদের আসতেই হবে আমাদের পথে
ইতিহাস কথা বলে।