আমার কিছু পাওনা ছিলো
কর্তা বলেন কাল এসো,
দিন পেরিয়ে ফের আকুতি
আরে বাবা কাল এসো!
আমার কাছে প্রতি মিনিট
দিনের চেয়েও দীর্ঘকায়,
দায় মেটানোর কলরবে
বিবেক শুধু মূর্ছা যায়।
শিক্ষিতদের " শিক্ষা" দিতে
কালক্ষেপনের হাস্যরস,
"নাই বিচারের" এই সময়ে
ভন্ডামিতেই খ্যাতি,যশ।
কর্তার "কাল" কালরাত যেন
পেরুনোর নেই কোন গতি,
শিক্ষিত হয়ে লজ্জিত আমি
চির ঠাই দাও বসুমতী।