আজ নেশা ধরে না
         নিদ্রাহীন রাত
         অনুভূতিহীন রাত
         তুমিহীন রাত
নেশা ধরে না
          ধোঁয়া উড়ে যায়
          পোঁড়া ঝাঁঝালো গন্ধ
          পুড়ে যায়
           ছাই হয়ে যায়
তবু নেশা ধরে না
           নতুন ফুটন্ত জীবন
           তোমার প্রস্ফুটিত মুখ
           স্বপ্ন দেখা,সঙ্গী হওয়া
           স্মৃতিগুলো আঁকড়ে ধরে
তবু নেশা ধরে না
           তোমাকে নিবেদনে
           ফুলের উপস্থিতিতে
           আপন করা।
           ঐ মুহূর্ত কল্পনায়...
তবু নেশা ধরে না
           মনে পড়ে যায়
           আমার উষ্ণতায় জড়িয়ে
           ক্লান্ত হয়ে যাওয়া
           গরম বাতাসের নিশ্বাস।
নেশা ধরে না
            একটা,দুইটা করে
            মুহূর্ত চলে যায়
            একাকীত্বে অনিদ্রা
            স্বার্থপর রাত
এখনও নেশা ধরে না
            সেদিন রাত...
            ছিল ভালোবাসাহীন
            মিথ্যে কারণে
            আলাদা করে দূরে
নেশা ধরে না
            আমি কাঁদি না
            চোখের জলেরা সাক্ষী
            আমি কাঁদি না
            নেশার বস্তু মুখে নিয়ে
            কেন নেশা ধরে না?
            কেন তোমায় ভুলি না?