কবিতা লিখতে ইচ্ছে করে না আর
কবিতারা তোমার ঠোঁটের আধার ছেড়ে
কৈশরের মাতাল স্পর্শ ভুলে
ইতিহাস পরিক্রমায় রাজনীতির
ঘোড়ায় হয়েছে সাওয়ার।
বিশ্বাস কর নবনীতা, তোমার
প্রথম আলিঙ্গন ম্লান হয়ে যায়
ক্যাসিনোর বৃত্তে, সরাবের উন্মাদনায়
অদ্ভুত অমিতাভ নেশা পেয়ে বসে
আত্মভোলা পথিকের মত
বারবার ছুটে যায় দুর্নিবার আর্কষণে।


কবিতা লিখতে ইচ্ছে করে না আর
জুয়াড়ী জীবন, আলো আঁধারে ঢাকা
নিপূণ কারুকার্য রাতে ভালবাসাও
কখনো বা অর্থহীন বাজি ধরে ফেলি...
নিজেকে ভুলে অন্ধকারে চুপি চুপি চলি
নিশি জাগা শিয়ালের মত।
বিশ্বাস কর নবনীতা, তুমি চলে যাবার পর
কবিতারা আমাকে করেছে নির্বাসিত।