হিমালয়  থেকে সুন্দরবন ঘুরে
ভালবাসা আনি স্বপ্নের কাছাকাছি,
শষ্য শ্যামলা রূপসী বাংলা তুমি
তটিনীর বেশে তোমার হৃদয়ে আছি।


অমৃত সুধা দিয়েছি তোমাকে এনে
সেই সুধা পানে নিরব শষ্য ভূমি,
বঙ্গ তনয়া প্রফুল্ল যৌবনা
ভাবনার পাশে কবির কবিতা তুমি।


অবারিত ধান ক্ষেত ফসলের মাঠ
উর্বর পলি আমার আর্শিবাদ।
বহু দুর হেঁটে ক্লান্ত পথিক এসে
আঙুলের ফাঁকে মুছে নেয় অবসাদ,


পদ্মা-মেঘনা গৌরী যমুনা হয়ে
মমতার ঢেউ আছড়ে পড়েছে পায়,
বুকের গভীরে অনুভবে অনুভবে
তোমার শরীরে আমাকেই খুঁজে পায়।


ক্ষত হয়ে আছে বুকের গভীরে চর
সুখ  ভেবে এনে কাঁধে বিষন্ন মন।
আমি না থাকলে তোমার শরীর থেকে
থেমে যাবে সব প্রাণের স্পন্দন।