অগ্নিদগ্ধ-বোধ, বিবেক, সম্প্রীতির বন্ধন
সংখ্যালঘু- ওরা মানুষ নয় ‘মালাউন’
অনায়াসে এঁকে দেয় লজ্জা তিলক
ধর্মান্ধ অবতার মধ্যযুগের সরীসৃপ...
প্রতিবাদহীন অসহায় মানুষ ডুকরে কাঁদে
ইতিহাসের খেরোপাতা কেবলি ধুসর
নপংসুক তন্ত্রমন্ত্রে স্থবির সময়ে
মধ্যযুগে ফিরে চলে নাসিরনগর!
বিষাক্ত বোধের ক্রোমজমে বংশ বিস্তার
শতাব্দীর কোলাহলে বড় বেশি শক্তিধর
বিস্তৃর্ন জনপদে পৈত্রিক ভিটামাটি ঘর
ছড়ানো ছিটানো বৈভবে নাসিরনগর...
বিবেকের বন্ধ দরজার ওপাশে অন্ধকার
তবুও জেগেছে মানুষ, মানবিক বিপ্লবে
নতুন আলোয় উদ্ভাসিত বিশ্বচরাচরে
মানুষ-মানবতা-সভ্যতার সুবর্ণ চর...