দুর্বা ঘাসের সাথে অাজন্ম সম্পর্ক অামার
বাহান্ন থেকে একাত্তর তাজা খুনের নীরব সাক্ষী
ইতিহাসের সাক্ষীকে দলে মুচড়ে
ক্ষত বিক্ষত করে চেপে ধরি বুকের ভেতর
পুর্বপুরুষের রক্তের সোদা গন্ধ মিশে যায়
অনির্বাণ রক্তে- রক্ত পরম্পরায়
প্রতিবাদে, দ্রোহে প্রস্ফুটিত রক্ত গোলাপ
কবিতা কবিতা খেলি সময়ের খেলা ঘরে
দোদুল্যমান দুর্বাদলে বিপ্লব সামনে রেখে
আমিও প্রতিবাদী হই- শোষনের রাজপথে..