আমার নির্জনতায় ভাবনা আসে,
যদি পেতাম ফিরে এই আকাশে
আবার তোকে বুকের মাঝে..
জাপটে ধরে গান শোনাতাম
হৃদ্-স্পন্দনের সুরে...
ভেসে যেতাম ব্যাকুলতায়
গল্প নদীর স্রোতে....
ভাবনা গুলো মিছে
চলে তোর পিছে,
হঠাৎ আবেশ উথলে উঠে
চোখের কোনে অশ্রু ভরে,
আবিষ্ট হয় চেতনার রঙ ।
নিমেষ ক্ষনের রঙমশালে..
স্মৃতির আগুন ঝলসে উঠে,
রঙ ভরিয়ে আবার কাঁদিয়ে যায়!
এলোমেলো একলা আমি
গান বাঁধি যন্ত্রনার ।
সে গান ভালোবাসার,
ক্ষোভ মেশানো অভিমানের আব্দার..
আবার যেন শোনাতে চাই
হৃদয়ের অভিমানে এক বুক
ঢিপ্ ঢিপ্ ধুক্পুক্ .....
জোৎষ্ণা রাতে
একলা ছাদে,
পেতাম যদি তোর দেখা
শক্ত হাতে আগলে রেখে,
শুকতারাটা আটকে দিতাম ।
স্বপ্নে হারা অভিমানী চাঁদ
মেঘের কোলে সাজিয়ে দিতাম ।।