ভাল্লাগেনা হিসেব-নিকেশ
ঘড়ির কাঁটার দ্রুততা,
সময় মেপে বাঁচতে শেখা
কর্পোরেটের ব্যাস্ততা ।
কলের পুতুল নড়ছে কেবল
কালের কাঁটার ইশারায়
ঝোপ বুঝে কোপ মারতে শেখা
তোষামদে আর প্রসংশায় ।
এর ই মাঝে হিসেব অনেক
মাসকাবারি-র হালখাতা,
মন লাগেনা খুড়োর কলে
ক্যালেন্ডারের দিন ক'টা?
দিনের ওপর দিন চেপে যায়
মাসের ওপর মাস....
ঘুম আসে না রক্তচাপে,
বাড়ায় দীর্ঘশ্বাস !
অফিস-বাড়ী
খেলনা-গাড়ী
ধুঁয়োর টানের বদভ্যাস ,
মাসের শেষে
ক্লান্ত পকেট
ওভারটাইম ! সর্বনাশ !
দিন চলে যায়
রোজের মতোই
দিব্যি চলনসয়,
ক্লিন সেভ আর ড্রেস কোডেতে
নিখুঁত মানানসই ।
বাঁচছি রোজই যন্ত্র জীবন
বাঁচার নেশার পরিপূরক,
শরীর চলে মন চলেনা
তবু ,
কর্পোরেটের জয় হোক ।।