অতীত তুমি কি কেবল-ই যন্ত্রনা !
নাকি দুঃস্বপ্নের প্রিয়তমা প্রেয়সী?
নাকি মনের গভীরে উদ্বেলিত
নষ্ট আবেগের ভ্রূ-কুঞ্চন !
কোন মায়াবলে বারবার ফিরে আসো
আজকের এখন-এ ?
তবে কি সন্ধান পেলে
সময় যন্ত্রের..?
প্রতি মুহূ্র্ত যখন
চলে যায় জন্মের মতো,
কেন তুমি স্মৃতি হয়ে বারবার জাগো
লগ্ন-সুখের সময় কাঁটায়..
কখনো ব্যার্থতার অভিযোগে..!
অতীত তু্মি বড় নিঠুর হে...
চকিত সুখের কল্প চোখে
যখন তোমায় দেখি,
দেখি অচেনা গাম্ভীর্যে
অনুভূতির কন্ঠরোধে
নষ্ট স্বপ্নে......
অতীত তুমি স্বপ্ন হয়ে
কেনো ফিরে আসো বারেবারে !!