তখন বসন্ত এসেছিল
ফাগুনে আগুন জ্বেলে,
মনে রঙ লেগেছিল
অজান্তে , অবহেলে ।
কথা ছিল লড়াই করার
দাঁতে চেপে দাঁত
নিয়মিত সংঘাত ;
ব্যার্থ সংযম মেতেছিল শরীরী নেশায়,
শুকনো প্রেমে
ভেজা আদর..
শরীর ছোঁয়ার আছিলায় ।
এসেছিল নগর-বাউল
তখন মনের সন্ধ্যে,
ফেলে গেছে একতারা তার
বিজন পথের মধ্যে ;
সুরে গাঁথা নূপুরে
কোনো এক দুপুরে,
এসেছিল অভাগিনী
একাকিনী বাসরে ।
স্বপ্ন দেখার সেই প্রহরে
ঝড়ের মেঘেও আবীর ঝরে !
নেশায় মাতাল প্রেম-পাখিরা
প্রতিশ্রুতির বস্তা ভরে ।
কিছু প্রতিশ্রুতি
আজও রাস্তা হারায় ,
মেঘেদের ভীড়ে স্বপ্নগুলো দিশা পায় না।
কথা ছিল হেঁটে যাব
তোর কক্ষপথ ধরে,
অশরীরী আবেগ ডুকরে কেঁদে মরে ।।