ইচ্ছে ছিল শব্দ নিয়ে খেলব কাটাকূটি
ঝোলা ব্যাগে
পেন ,ডাইরি আর মা স্বরস্বতী ।
মগজ জুড়ে ঘুরছে কিছু
এলোমেলো ছেলেখেলা,
সাজিয়ে নিয়ে লিখবো ভাবি
হয়ে ওঠেনা বেলা ।।
কাব্যি অতি রোগ ভয়ানক
ভীষন কঠিন ব্যামো !
চাপলে পরে মাথায় বোঝা
পার পাবে না জেনো।
ভাবছি বসে জ্ঞান সমুদ্র
চিন্তা ভারী ভারী
আজও কেন পথে শিশু ,
আর অবহেলিত নারী!
সমাজ জুড়ে বাড়ছে বেকার ,
হায় ! কি পরিস্থিতি
ভাঁটিশালায় লক্ষী বিকোয়-
ল্যাংটো রাজনীতি ।
কিন্তু ভাবি লিখবটা কি?
এসব ভারী গোলমেলে
চা-সিগারেট বাড়ালো বিল
একলা বসা টেবিলে ।
তার চেয়ে ভালো কিচির-মিচির
শালিক পাখীর ঝগড়া
নিদেন পক্ষে ভালোই লাগে
পাখ-পাখালির কড়চা ।