আজ কোনো নতুন কবিতা না, একটু পেছোনে তাকানো যাক ।
***********
হারিয়ে গেছে অনেক কিছুই
হারিয়ে গেছো তুমি
হারিয়ে গেছে স্বপ্ন দেখা
হারিয়ে গেছি আমি,
হারিয়ে গেছে ছেলেবেলা
হারিয়ে গেছে স্কুল
হারিয়ে গেছে বন্ধু অনেক-
কিংবা ডুমুর ফুল ।


হারিয়ে গেছে কৈশরের
ঐ স্বপ্নসম দিন,
বাস্তবের ঐ রূক্ষতায়
আজকে বুলেটিন ।


হারিয়ে গেছে আমার গলা
দিন বদলের গানে
নতুন প্রভাত আনছে না সুখ
স্মৃতির অন্তরালে,
হারিয়ে গেছে অস্তিত্বটাই
বেঁচে থাকার প্রেমে
লড়াই করি নিজের সাথে
শুধুই অকারনে ।


হারিয়ে গেছে নীল আকাশটা
অট্টালিকার পিছে
হারিয়ে গেছে জীবন-দর্শন
আজকে পায়ের নীচে ।।


হারিয়ে গেছে টুনটুনিটা,
বসতো গাছের ডালে
হারিয়ে গেছে স্মৃতি আমার
কখন মনের ভূলে।
হারিয়ে গেছে কলেজ গিয়ে
বেঞ্চ বাজানো গান ,
বাংক্ করে ক্লাস
ক্যান্টিনেতে একটু ধোঁয়ার টান ।


হারিয়ে গেছে অনেক কিছুই
দিন বদলের ক্ষনে,
নতুন রবি আনছে আলো
দিন সাজানোর টানে
সময় যন্ত্র আটকে আছে
বেঁচে থাকার গানে ।।
**************
                   অনিকেত