এই বৃষ্টিতে ভিজুক আমি
মেঘের বাহানায় ঝরুক জল,
কেড়ে নিক সকল আলো,
জানুক সবাই আমি আছি ভাল।


নব তালে ঝুমুর নাচুক
আকাশ প্রদীপে শাঁখা বাজুক,
জোনাকিরা খেলা করুক আধো,
জানুক সবাই আমি আছি যে ভাল।


কেড়ে নেওয়া জলের আবদার
জ্যোৎস্নায় আমায় নিজের করে পাবার,
মনের সাথে যে তার ভাব আবার,
বাঁধনে তার দৃঢ় প্রভাব।


জোনাকির সুরেই কিনা কে জানে
আবার আমায় সাজালে,
নিঠুর কিরতি হতে ফেরালে,
বর্ষণের দ্বারে আড়ালে।


ভিজুক এ বৃষ্টিতে আমি তাই আবারও
জানুক সবাই,আমি আছি আজ খুব ভাল।