পোকাদের রাজ্যে আজ নিয়ত বসবাস
কর্তব্যের শৃঙ্খল করে নিত্য উপহাস ৷


নিয়মের বৃত্যে বন্দী অষ্টপ্রহর
মরণ কামড় চোরাগলিতে শুধু,
বেদনার নীল বিষ দীর্ঘশ্বাসে
বিষাদ-বিদ্বেষে গড়া পোস্টমডার্ন সমাজ ৷


বাঁকে তার প্রতি বাঁকে অবাধ বিচরণ
লাল নীল বেদনার পোকা, ঘূণপোকা
করে আলিঙ্গন মুছাফির বেশে  
দেশে বিদেশে কাষ্ঠের কুঠুরিতে
নিয়তির কঙ্কালে করে দারূন আঘাত
সীমারের বেশে চালায় শাঁখের করাত ৷


কালের বটবৃক্ষ আজ শুকনো মলিন
ইহাদের আঘাতেই বুঝি চৈত্রে লীন
বর্ষার শ্যামল শোভা  
শরতের শুভ্র সকাল,
বর্ষার জল আজ কাদায় পঙ্কিল ৷