বছর শেষে এল বছর
নতুন কথার সাজ
বেলা শেষে ভাবছি বসে
মিলবে কিছু আজ ।


কত কথা কত ব্যাথা
জমাট বাধা অন্তরে
মান অপমান পাহাড় সমান
পরছে জমা বন্দরে ।


এই বছরে প্রেম বাজারে
নিম্ন শেয়ার সূচক
নোংরা প্রেমের চটি খবর
হয়েছে মুখ রোচক ।


রাজনীতির কু-নীতির বলী
খাদিজা আর তনু
ঘৃণা জমা করিস ক্ষমা
নাম নাজানা বনু ।


দেশ ঘুরে নগর জুরে
হচ্ছে কত দুর্নীতি
ব্যাংব ডাকাতি দা- চাপাতি
রক্ত গঙ্গায় সুনীতি ।


আয়-ব্যয়ের আয়ুর খাতায়
হিসেব কষছি জোর
একটি বছর কমলো দোসর
সিধ কেটেছে চোর ।


সভ্য সবাই করছি বড়াই
হচ্ছি সবে বন্য
বছর শেষে হিসেব কষে
প্রাপ্তিটা তাই শুন্য ।