মম প্রেম তরুর সুপ্ত কলি
অঙ্কুরেই কৃপাণ তলে হয়ে গেল বলী,
মগজে জমে থাকা গরল স্মৃতিগুলি
ভূলতে পারি না কোন মতে ।
বিক্ষিপ্ত মন, তোমার মন পাবার অাশায়
প্রতিক্ষিত। এতটুকু সুখের আশায় -
হৃদয় অরণ্যের ভাঙ্গা পংক্তির কবিতায়
আমার প্রেমরাশি ছড়িয়ে দিলাম দুহাতে ।


যেদিন আমার কপোলে, তোমা' অধরযুগল
ছুঁয়ে দিল, তোমার ঝাঝালো নিঃশ্বাসে
আমার বক্ষবসন কেঁপে উঠেছে । ঊর্ণাজাল,
সে স্মৃতিনদী মন্থরে বয় বুকের হ্রস্যশ্বাসে ।
তোমার কম্পিত সিক্ত ওষ্ঠ, মম ওষ্ঠে তুলেছিল কাপন
উজ্জল নয়নে মিলনের ডাক, পরিছিল বক্ষবসন
মৃত্তিকায় । বিন্দু বিন্দু ঘামে ভেজা তোমার শরী'
সপে দিলে আমায়....তবু তোমায় রেখেছি কুমারী ।
                                                 ( সংক্ষিপ্ত )