অনিমা-সেদিন সন্ধ্যায়
নূপুর ডুবানো সাগর জলে
হাটতে হাটতে বলেছিলে -
‍‍‌‌‌‌‌‌‌'' আবির,দেখ বেলা শেষের সূর্যটা
কেমন সাগরের বুকে ডুবে যায়
আমি এভাবে তোমার ভালোবাসায় ডুবে
দেখতে চাই কতটুকু ভালোবাস আমায় '' ।


তোমার আর্দ্র চোখে চেয়ে বলেছিলাম-
'' ডুবে দেখ,সাগরের তবুও তো তলদেশ অাছে
আমার ভালোবাসা নিঃসীম নীলাকাশ নিরাকার
ডুবতে ডুবতে এবং ডুবতেই থাকো যদি
পাবে স্বর্গের খোলা দ্বার'' ।


'' স্বর্গে লোভ নেই,তুমি প্রেমময় হও
চিত্ত জুড়াক তোমার কোমল স্পর্শে
নিভে যাক ভিসুভিয়াস জলছে বুকের ডানপাশে
আমি প্রেমিকা,আমি চাই বিশুদ্ধ ভালোবাসা
প্রকৃতি হয়ে আমায় ছুয়ে থাক'' ।


ঘণায়মান আধারে বেলাভূমিতে বসে বলেছিলে-
'' আমি চাই না চাঁদ,নক্ষত্র-নীহারিকা,ছায়াপথ
অন্জলী ভরে দিও জোস্না রাত্রী দুপুর
পরিয় দিও নগ্ন চরণে
বিন্দু বিন্দু শিশির কণার জলনূপুর'' ।