আমায় দেখে
তোমার ললাটে ওঠে বিরক্তির মিহি ভাজ
ক্রমান্বয়ে তা রাজপথ হয়
বিদির্ণ করে হৃদয়
অসহ্য অস্থিরতা তাই
দৃষ্টি বেয়ে নামে
বাকা ঠোটের অাভাসে
আমি দেখি
তোমার উচ্ছল মনাকাশে হঠাৎ
কালো মেঘ ভাসে
এমন ফাগুনে
নিজেকে তখন গুটিয়ে নেই
শঙ্খের মত
তোমার বিরক্তি রেখার শেষপ্রান্তে ।