আজ খুলেছে ফাগুনের দ্বার
ওগো প্রিয়তমা-
দেখ দিকে দিকে তার
হিল্লোল মুকুরিত মুকুলের ঘ্রাণে
মধুমক্ষিকার মিলন ফুলের বাসরে ।


সাজে সফেদ মেঘের ভেলা
সারাবেলা
হিমেল হাওয়ায় হয় মিতালী
ঝিলের জলে অমৃত সরোবর
আজ খুলেছে ফাগুনের দ্বার
ওগো প্রিয়সখী-
দেখ শাখে শাখে সবার
অঙ্কুরিত কলির কোলাহলে চন্ঞলাগতি
শীতের শরীর ছুয়ে শিমুলের ডালে ।


ফিরে দেখে দারুণ অভিমানে
প্রকৃতিপানে
বিষন্ন বিচ্ছেদব্যথা মাঘের মনে
ফিরে ফিরে চাহে বারেবার
আজ খুলেছে ফাগুনের দ্বার
ওগো প্রণয়িনী-
আজি আখি খোল এলগনে
ফাগুনের আহ্বানে ।


( ১লা ফাগুন-১৪২৩ )