তোমার আমার দেখা হবে কোন এক বৈশাখে !!  
হাতে রেশমি চুড়ি পায়ে আলতা, একজোড়া নুপুর  পড়ে ,
কপালে  টিপ ছাড়াই তুমি অদ্ভুত সুন্দর!!
রঙিন পাড়ের  কলাবতী শাড়ি জড়িয়ে
কোনো এক বৈশাখের বিকালে দেখা হবে দুজনের,
সীমাহীন পথ হাঁটা হবে, কিন্তু বলা হবে না কিছু!
দুই জোড়া চোখে ছল ছল কথার পাহাড় থাকবে,
তবে বলা হয়ে উঠবে না
মনটা আবেগে উদ্বেলিত হয়ে আসবে
তোমার মায়াভরা কন্ঠে সেই তৃপ্তিময়ী শব্দ শুনতে!!
তবুও ভালোবাসি বলা হবে না মুখে !!
তবে ভালোবাসাটা  হয়তো প্রকাশ পাবে;
সুপ্ত অবস্থায় থেকে যাবে মনের কোণে,,,,
আঙুলে আঙুল স্পর্শ করে হাতটাও শক্ত করে ধরা হবে না ভরসা মাখা হৃদয়ে একসাথে চলার অঙ্গীকার থাকবে না, ভালোবাসি বলে আকাশ, বাতাস প্রকম্পিত হবেনা,
তবুও ভালোবাসাটা প্রকাশ পাবে।
খুব জলদিই তোমার আমার দেখা হবে।
এবছর না হলেও হয়তো; সহস্র বছরের মধ্যে হবেই!
তোমার আমার দেখা হবে কোন এক বৈশাখে !!  
লোক শিল্পের আপন কারুসাজে ভালোবাসা প্রকাশ করে দিবো কোনো এক ইশারার ধ্বনিতে;
আমাদের ভালোবাসার প্রকাশ পাবে দুরত্বে
তোমার আমার দেখা হবে কোন এক বৈশাখে !!