ওগো বিদেশিনী !!
তোমার মতো করে কেউ মোরে বোঝে নি
ভালোবাসে নি কেউ নিষ্পাপ মনে
আমিও বসাতে পারিনি কাউকে, তোমার আসনে


ওগো বিদেশিনী !!
খুঁজেছি তোমায় আমি কত
চাইলেই নারী পেতাম হাজার শত শত  
শুধু পেতাম না কভু তোমারই মতো কেউ
যাকে ভাবলেই মনে জাগে মমতার ঢেউ
যার প্রতিটা কথা ছিল মনহরণী
তিনটি বছর কেটে গেল,
এখনো ফিরে আসো নি।


ওগো বিদেশিনী !!
তোমাকে খুজেছি যত বার, আমি অন্য কারো মাঝে
ততবারই দিশেহারা হয়েছি, সকাল, সন্ধ্যা- সাঁঝে
তুমি ছিলে আমার এক আশার আনন
যত দেখি ততই ভালো লাগে, তোমারই লোচন
কল্পনার গল্পলোকে তোমার বসবাস
সেই আশাতেই প্রহর গুনছি, ফেলছি দীর্ঘশ্বাস!!


অপেক্ষার এই দীর্ঘ রজনী শেষে
একদিন তুমি আসবে  মোর দেশে;
বলবে কি সেই মধুর স্বর্ণাক্ষর?
শুনবো আমি মুগ্ধ চিত্তে; হবো কি বিভোর ?
অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো;
যতদিন বেঁচে থাকব তোমার মনে রাখবো ।
হাজারো দুঃখ- কষ্ট যন্ত্রণা ভুলে ;
শুধু তোমায় ভালোবাসবো !!