আমি তোমারি সৃষ্ট পরিবর্তিত রূপ,
আয়নায় নিজের বিপরীত প্রতিবিম্ব ।


ইট চাপা ঘাসের যেমন সময়ের পরিবর্তনে রং পরিবর্তিত হয়,
আমিও তেমনি-
প্রতিনিয়ত কষ্টের চাপে পরিবর্তিত রং।


আলো বাতাসের অভাবে চাপা পড়া ঘাসের পরিণতি মৃত্যু
কিছু ঘাস আবার ব্যাতিক্রম, দৈবাৎ পানির ছোয়ায় সে নতুন প্রান পায়


আমারও তেমনি নবজন্ম !!!