এখানে এটিই সংবিধান প্রচলিত
--------------বিধান রায়।


উচিৎকথার ভাত নেই এখন;
তাই
এখানে অার কেউ গায়েপড়ে উচিৎকথা বলেনা;
সহনশীলতা'র সামান্য নিচে নামলেই
শালিনতা হারায় অামাদের সমাজ সভ্যতা।
অামি যতবার উচিৎ কথা বলেছি
এ রাষ্ট্র অামার পাছায় কষে লাথি মেরেছে
সমাজ অামাকে বলে হালা'র পুতে একটা পাগল।
অাপনি উচিতকথা বলবেন?বলুন!
অাপনার পশ্চাদে পরবে রাষ্ট্রের পামঅয়েল মাখা
ডান্ডার বারি। অার যুক্তিবাদীরা হাতে ছাই মেখে
চেপে ধরবে অাপনার অন্ডকোষ।
অাইন এখানে কালো কাপড়ে
চোখঢাকা বেঅাইনি হারামির বাচ্চা!
অাপনি উচিতকথা বলবেন? বলুন!
অাপনার পায়ে মুচলেকা'র শৃঙ্খল পরাবে রাষ্ট্র
হাতে ধরিয়ে দেবে জুলুমবাজি'র ময়লা নোট
পাছায় স্ট্যাম্প মেরে দেবে -শালা দেশদ্রোহী!
অার এই ধ্বজভঙ্গ মার্কা ভূঁইফোড় সমাজ
অাপনার
খসে পড়া অদৃশ্য লেজ নিয়ে হনু-লঙ্কা খেলবে!
অাপনি সৎপথে চলবেন এ রাষ্ট্র অাপনার
চালচুলো কেড়ে নেবে
কাঁধে চাপিয়ে দেবে নিস্ব হবার গল্পের ঝুলি।
জোর যার বাহুবলে পুষ্ট জুলুম
তাকে কুৃর্নিশ করে এ রাষ্ট্রের মানচিত্র
      -এখানে এটিই সংবিধান প্রচলিত।
_____________________
১৮/০৪/২০১৬ ইং।
অক্সফোর্ড মিশনরোড।
বরিশাল।