চরিতামৃত
_______বিধান রায়।
---------------------
কতটা দুরত্বে গেলে চাঁদ
চেতনাকে পায়ে মাড়িয়ে বেপথু পথিকের দল
জোছনাকে ভুলে যায় নিকটতম অাকাশ।
অামি অালোর কাছে প্রশ্ন করি
কিসের প্রচ্ছায়া বুকে ধারন করে সে নিজেকে
লুকাতে চায় জারজ অাঁধারের দুর্গন্ধে!
অামি জানতে চেয়েছি প্রিয় মৃত্তিকার কাছে
কেন দহনের প্রশ্বাসে অবরুদ্ধ মানবতা
কতটা দুর্গম অালোকপথ ভেঙ্গে ভেঙ্গে
অালোকিত হয় নিজে।
অামি অায়নার কাছে অতীত খুঁজতে গিয়ে
দেখি বিলুপ্ত সমাজ সভ্যতা
শ্বাপদের অবয়বে ধূকে ধূকে শ্বাস টানে মানুষের ঘাড়ে।
অামি তার ছায়া খুঁজি দিগন্ত জুড়ে সুর্যাস্ত
প্রতিটা সুর্যোদয়ে অাশার অালোকে
বরফের ঘর বাঁধি বুকের অন্দরে।
_______________
অক্সফোর্ড মিশনরোড।
বরিশাল।