অাজকাল অামি মরে মরে যাচ্ছি কোথায় যেন
-------------------------------বিধান রায়।


অাজকাল অামি মরে-মরে যাচ্ছি কোথায় যেন
বিষাক্ত কোবরা ফেনিল অাকাশে পতঙ্গ জীবন অামার
অাড়ষ্ট চোখে বিজন বেলার ঘোর
কাকডাকা ভোরের ঘাসফুলে মৃত প্রজাপতি -এসব
অামারই মৃত্যু যেনো
অভিযোজনের চিরল ঠোঁটে বিপন্নপ্রায় মানবতা
সময়ের চোরাবালিতে মাথা খুটেখুটে গোধুলিস্নাত দিন
তারপর যতিচিহ্ন থেকেও ছোট ছোট প্রশ্নবোধক -অামি অার কবেই ভাল ছিলাম?
অন্ধ গলির মুখে নষ্ট ডিভাইস
অকেজো কলকব্জা অাশ্রিত ভাঙ্গা ভাঙ্গা সিগন্যাল-
অাজকাল অামি মরে মরে যাচ্ছি কোথায় যেন!
____________________
১৯/০৫/২০১৬ ইং।
অক্সফোর্ড মিশনরোড।
বরিশাল।