খুঁজছি মানুষ
-------বিধান রায়।


অামি একজন মা-নু-ষ খুঁজছি যে অামার
ভিতরে লুকিয়ে থাকা বদ অভ্যাস গুলো
স্বভাবের দোষ ভেবে
সাদা মনের বাগানে ফোঁটাবে শ্বেত গোলাপের চাষ
যে অামার দুঃখবতী দুঃখ গুলো ভাগাভাগি করে
নেবে চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা
অামি খুঁজছি অার খুঁজছি নাগরিক চৌরাস্তা
নির্জন নদীর কাছে পাখির অাস্তানায়
কোথাও অামার নেই সে মানুষ যে অামাকে
ফিরিয়ে নিয়ে অাসবে ভুল পথের শেষ প্রান্ত থেকে
কানে কানে বলবে  -চলো ডাংগুলি
খেলি সবুজের বনানীতে
কিংবা ভুল বাসে চেপে বসা যাত্রিকে নামিয়ে
নিয়ে অাসবে সুর্যের অভিমুখে
অামি একজন মানুষ খুঁজছি যে অামার
স্বত্তায় মিশে যাবে রক্তেমাংসে, ভুলগুলো
তার সমুদয় ভুল ভেবে নিয়ে অামাকে
ধার দেবে তার সাময়িক লোভ।
____________
০৫/০৬/২০১৬ ইং
বরিশাল।