‘প্রকৃতি’ হয়েও প্রকৃতির মাঝে তুমি কত সুন্দর,
রবি,নজরুল দিয়েছে উপমা,স্বীকার করেছে নর।
নতজানু হয়ে সুধাই তোমাকে,বলতে পার কী নারী?
কোন্ সে মন্ত্রে, কবির মানসে সিঞ্চন করেছো বারি?
কী আছে তোমার দেহ পিঞ্জরে, যা দেখে ক্ষুধিত নর?
তিল তিল করি সাজাইছে তোমা, কোন নারীবাদি  ঈশ্বর?
তৃষ্ণার জলে মিটিয়াছে তৃষা,
শান্তির নিদ মিটায়াছে নিশা,
কামোনার শান্তি মিটায়েছো তুমি,লয়ে ব্যথা নিজ মনে,
বিচারের বাণী অজও কাঁদিছে সমাজের গৃহ কোনে।
মাতৃদুগ্ধে শিশু বেঁচেথাকে, একথা সবার জানা,
সেই মাতাকেই ঘৃণাকরে আজ বাড়িয়েছি শুধু দেনা।
মাতা কাঁদে ঘরে,মাতা কাঁদে দ্বারে,মাতা আজ দেহপসারিণী,
যত দিন যায়, সংখ্যা বাড়ায়; কোথা,সাম্য বাদের  বাণী?


নিশি কান্ত দাস
তাং-২৮-০৫-২০১৫
মোবাইল-৯৪৩৩৪৪২০৮২