আঙ্গুলে গেঁথে, বারুদে বারুদ ঘষে
জ্বলন্ত নিকোটিনরে পেন্সিল দিয়ে
আঁচড়ে চলেছি বুক পিঞ্জরে বন্দি
বায়ু প্রকোষ্ঠের অ্যালভীওলার দেয়ালে ।


এই বুঝিধরে ফেলব, মস্তিষ্কের জমে থাকা
বাবাকে দেয়া উজ্জ্বল ভবিষ্যতের মিথ্যা প্রতিশ্রুতি ।
এঁকে চলেছি রোজ কালো কাগজে
জ্বলন্ত নিকোটিনের পেন্সিল দিয়ে ।


নিদারুন যন্ত্রণা,বুকে বন্দি অতৃপ্ত ভালোলাগাগুলো নিয়ে
অব্র কে নিকোটিনের পেন্সিল বানিয়ে
লিখে চলেছি নিশিকান্তের কবিতার ।
অব্র আজ তুমি বরং নিকোটিন হও।


পারবো না বাবা, পারবো না ...
রাত্রির অন্ধকারে কাল্পনিক মিথ্যা প্রতিশ্রুতিগুলো মিটাতে ।
কংক্রিট দেয়ালের কঠিন বাস্তবতাই যে আমার চীৎকার।


জেনেছি শুধু আমি, আমার অস্তিত্ব,
আমার আত্তার কাব্যকণ্ঠ, বাক্সবন্দী স্বপ্নগুলো ।
তুমি জানতেও পারোনি,
জানবেও না কোনদিন ।
নিকোটিনের পেন্সিলদিয়ে আঁকা
তোমাকে দেয়া ব্যর্থ প্রতিশ্রুতিগুলো ।


চলুক নিকোটিন প্রবাহ।
বারুদে বারুদ ঘষে জ্বলুক নিকোটিনের পেন্সিল ।