আগে একটা সময় ছিলো যখন
রাতে কথা বলতে বলতে মোবাইল গরম
করে ফেলতাম।
মোবাইল চার্জে দিয়ে কথা বলতাম।
আমার
ব্যালান্স শেষ হবার পর তুমি ফোন
দিতে।
তোমার ব্যালান্স শেষ
হয়ে গেলে দুজন
মিলে মনে মনে অনেক বকতাম
মোবাইল
অপারেটরকে।
কথাগুলো অসমাপ্ত থেকে যেত।
৩ বা ৪ ঘন্টা কথা বলেও মনে হত মাত্র

বা ৪ মিনিট কথা বলেছি।
প্রতিদিনই ঘুমাতে যেতাম অসমাপ্ত
কথা গুলো মনে করে।
তোমার মিষ্টি মুখের কথা শুনে।
এখনোও মোবাইল টা পাশেই
পড়ে থাকে।
স্থির হয়ে পড়ে আছে।
২ দিন হল মোবাইল চার্জ দেই না। তবুও
চার্জ শেষ হয় না।
মোবাইলকে ঘিরে এখন আমার
কোনো ব্যস্ততা নেই।
কেউ যদি কখনো ফোন করে তখন খুব
চমকে উঠি।
ভাবি এইতো তুমি বুঝি ফোন দিলে।
কিন্তু যখন দেখি তুমি ফোন
দেওনি তখন খুব খারাপ লাগে।
এখনো স্বপ্ন দেখি।
এখনো মনে হয়,,
এইতো বুঝি তুমি ফোন
করে বলবে "আমার
জন্য জেগে আছো এখনো?"
কখনো মোবাইলটা হাতছাড়া করি না।
ভয় হয়
যদি আমাকে না পেয়ে তুমি চলে যাও
অন্য কোথাও।
আমার অসমাপ্ত
কথাগুলো হয়তো কখনোই
বলা হবে না।
কখনোই
হয়তো বা তুমি শুনতে পাবে না আমার
হৃদয়ের আর্তনাদ। আমার হৃদয়ের চিত্কার
কেনো তোমার
কাছে পৌছায় না??