ভালোবাসাগুলো অ্যাসট্রে বন্দি পোড়া শলাকার ফিল্টার সাথে ধুন্দল কাঠের বারুদ জ্বলা চিকন কার্বোরাইজড দিয়াশলাই এর কাঠি ।
রক্তে নিকোটিনের প্রাচুর্যতার কারন কখনো জানতেও চাওনি ।
ভালোবসাগুলো অষ্টম ফ্লোরে জীর্ণ অন্ধকার ঘরে চারকোনা দেয়ালে বন্দী প্রেমিকের নিথর দেহের চোখভেজা কোন জলপ্রপাত ।
ঝাপসা চোখে তোমার গালের টোলে প্রেমিকের মৃত্যু ।
ভালোবাসা গুলো তোমার কপালের কালো টিপ গুলো জমিয়ে রাখা ডাইরিটা মাথার নিচে করে বিলবোর্ডের পাশে শুয়ে থাকা আলাদীনের রাত জাগা গোধূলির ঘুম।
চশমার আড়ালে রাত জাগার কারনটা যে ভালোবাসা ছিল বিলবোর্ডের হাসিটি জানতেও চায় নি কোনোদিন ।।
তুমি চাওনি বলে তোমার ছবি পুড়িয়ে আগুন পোহাই না আর।