মোরা বন্দী খাচায় বন্দী হয়ে স্বপ্ন দেখি বাঁচার
দাসের ভেরি গলায় পড়ে ভাবছি  সুখে থাকার।
মুক্ত হতে চাই  নাকো মোরা মুক্ত স্বাধীনতা  
মৃত্যু ভয়ে বলি নাকো কভু  চির সত্য কথা ।
করি না কভু বাদ প্রতিবাদ গুটিয়ে রাখি জীবন
জুলুম মোদের সয়েই গেছে সয়ে গেছে নির্যাতন।
শত গোলামীর শত জিঞ্জির তবু আছি মোরা স্থির
শিকল পায়ে বিকল মনে তাসের খেলায় সাজি বীর।
মুখের আহার নিচ্ছে কেড়ে শুধু চেয়ে চেয়ে থাকি
করছে বোনের সম্ভ্রমহানি আমি শুধু তার লজ্জা ঢাকি।
মোরা খেলার মাঠেই যুদ্ধ করি ছয় চার গোল মেরে।
করি জীবন আত্মহনন যদি যাই কভু খেলায় হেরে।