করিনি করুণা তোমায়, তোমার সেবা করে,
তুমিই সেবার সুযোগ দিয়ে ধন্য করেছো মোরে।
তোমার পদচারনা, তোমার আগমন,
পরিবর্তন করে মোর ভাগ্য লিখন।
তুমিই মোর কর্ম, খোলেছ রিজিকের দ্বার,
তোমারে সেবিয়া অন্বেষণ করি জীবিকার।
তুমি স্বাধীন’ তোমার সেবায়,আমারি আছে দায়,
দায় থেকে মুক্তি মিলে, সেতো তোমারই উছিলায়।