ব্যথার মরুভূমিতে বসে, আঁকে সবুজের ছবি,
নিকষ আঁধার ভেদিয়া, আনে প্রভাতের রবি।
কঠিন পাথরে ফোটায়, সে যে ফুলের বাগান,
তার পরশে ব্যথারা গাহে, আনন্দ জয়গান।
ধ্বংসস্তূপে বসে স্বপ্ন দেখায়, আগামীর সুদিন,
পরোয়া করেনা অপশক্তির, বাজায় সত্য বীণ।
যুগে যুগে গড়িছে জাতি,সভ্যতার প্রতিচ্ছবি।
সুখ দিয়ে যে দুঃখ কেনে, সেইত সত্য কবি।।