চাকুরী থেকে এবার দাও অবসর,
ঘুছাতে চাই আমার সংসার-ঘর।
বড় ছেলের বিয়ে,মেজোর চাকুরী,
মেয়ে বর দেখা,ছোট ছেলে ডাক্তারি।
করবো শেষ এবার তিন তলার কাজ,
বিচার বৈঠকে রক্ষা করি সমাজ।
ছেলের ব্যবসাতে হবো সহযোগী,
স্ত্রী ঘরে বসা বারো মাস রোগী।
ব্যস্ত সবাই তাই করি কাঁচা বাজার,
ফসলি জমির যত আছে দায়ভার।
করি গাভী পালন খাঁটি দুগ্ধ পেতে,
নাতিপুতি ভবিষ্যতে পায় যেন খেতে।
সব কিছুই সাজাবো,রাখবনা খুঁত,
হঠাৎ দেখি সামনে,হাজির যমদূত।