কেন স্বাধীন বাংলার মানুষ হারাবে, বাক স্বাধীনতা ?
কেন সভ্য সমাজে চলছে হরদম, যৌতুকের কু-প্রথা ?
কেন বাধ্য করা আকাশ চুম্বী, বাকী দেন মোহর ?
কেন উপঢৌকোন বাকীতে কান্নায় কাটে, নব বধূর প্রহর ?
কেন পিতা দেয়না কন্যাকে তার, সম্পদের প্রাপ্য ভাগ?
তবে কেন মান বাঁচাতে উপহার দেয়ার, এতটা হাঁক-ডাক ?


কেন দেশের শীর্ষ বিদ্যা পীঠে হয়, জেনার সেন্সুরী ?
কেন সাধু সমাজে প্রতিনিয়তই, ধর্ষিত হয় নারী ?
কেন করছে মেয়ের বস্ত্র হরণ, যৌন-জৌলুস পিতা ?
আবার নারী-নেত্রীর কাজের মেয়েটি, হচ্ছে নির্যাতিতা,


কেন মূর্খ-ত্রাস,খুনি-লম্পট, হচ্ছে সমাজ পতি?
কেন সুদ-ঘুষে জর্জরিত, অভিশপ্ত ফাইল-নথি ?
কেন রাজার-রাজ্য দখল লড়াইয়ে, মরবে জনগণ ?
কেন রাজনীতি আজ নীতি হারা, মিথ্যা প্রহসন?
কেন রাজার বিলাসে প্রজারা বহিবে, অসম ঋণের ভার ?
কেন নির্বাচন ইশতিহারে চলে, অবাধ মিথ্যাচার ?


কেন মিথ্যা মামলার ফাঁদে বেকসুর, মরবে হাজত খেটে ?
কেন পুলিশ ধরে করছে গুলি, হাত কড়া যার হাতে ?
কেন অন্নের পাহাড় গড়িয়া কৃষক, থাকে অন্ন হীন ?
কেন ভবের লজ্জা ঢাকিয়া তাঁতি, নিজেই বস্ত্র হীন ?
কেন সেবা নামে করছে শোষণ এন জি ও সুদ-খোর ?
কেন মসজিদ কমিটি বে-নামাজি গুন্ডা, ডাকাত-চোর ?
কেন মদন মিয়া মন্ত্রী হয়ে, গড়ছে টাকার পাহাড় ?
আবার দেশের সম্পদ গুলো, করছে বিদেশ পার।


কেন কালো টাকা সাদার নামে, দেয় চুরির স্বীকৃতি ?
কেন সংসদে আজ করছে ওরা, অশ্লীল-অপসংসকৃতি ?
কেন ছাত্রের হাতে লাঞ্ছিত আজ, শিক্ষক-গুরুজন ?
কেন মা বাবার জন্য হচ্ছে তৈরি, নরক-বৃদ্ধাশ্রম?
কেন সারা মাস খেটে শ্রমিক-মুজুর, বেতন পায়না তার?
কেন সম্প্রীতি নামে নাইট ক্লাবে চলে, অবাধ যৌনাচার ?
কেন নেশাগ্রস্ত ভাইটি আমার, মরছে ধুকে ধুকে ?
কেন বোনটি  আমার এসিড-দগ্ধ, কষ্ট চাপা বুকে ?
কেন চাকুরীতে স্বজন প্রীতি, সক্রিয় পুঁজিবাদ ?
কেন প্রশাসন আজ নেতার গোলাম, ভাঙ্গছে আইনের হাত ?


কেন ক্ষমতার দাপটে খুনি-লম্পট, ধর্ষক পায় ছাড় ?
আবার জোড় পূর্বক স্বীকারোক্তির, জন্য অত্যাচার ।
কেন খাদ্য দ্রব্যর মূল্য বৃদ্ধি, পাগলা ঘোড়ার মত ?
কেন বেতন-ভাতা পায়না বৃদ্ধি, মূল্য বাড়ে যত ?
কেন ডাস্টবিনের পচা ঝুটা, খাচ্ছে মানুষ আজি ?
কেন জনতার বন্ধু পুলিশ করছে, হরদম চাঁদাবাজি ?


কেন বিরোধী দলের এত হাহাকার, দেশের প্রতি টান ?
আবার সেই দলটিই ক্ষমতায় গেলে, নিচ্ছে প্রজার প্রাণ।
কেন গ্যাসের চুলা জ্বলছে নিত্য, সারা দিন রাত ভরে ?
কেন রাজার দোষে কাঁদছে প্রজা, সারাটা জনম ধরে ?
কেন ধর্মীয় বিশ্বাসে আঘাত হানতে, নাস্তিক হয় অস্থির ?
কেন ঈমান নিয়ে করছে খেলা, লাখো ভণ্ড পীর ?


কেন ডাস্টবিন জুড়ে পাচ্ছে সদা, নব জাতকের লাশ?
কেন সাংবাদিক জিম্মি হয়ে, করে মিথ্যা তথ্য ফাঁস?
কেন পাবলিক মেরে করছে পালন, হরতাল-অবরোধ?
কেন শিক্ষিতরা আজ হিংস্র-খেকোবিকৃত মূল্যবোধ?
সবাই কি আজ বিবেক হারা, বিবেকবান কি দেশে নাই?
উঠরে জেগে, আলোর বেগে, আয় বিবেক বাঁচাই।


মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪২২ বঙ্গাব্দ, কুমিল্লা।