ভুলে যেতে বলেছিলে,ভুলিনিতো আজো
হৃদয় মাঝে স্বপ্ন হয়ে,শত রঙে সাজো।
করেছি বহু পণ, বেঁধেছি বহু বাঁধ,
ভুলতে গেলে মনে পড়ে, সে কি মোর অপরাধ।
তুমি নেই স্মৃতি আছে, আছে প্রেম মালা,
ভুলতে গিয়ে বুঝেছি আমি,প্রেম শুধুই জ্বালা।
তুমি হীনা  ব্যথা শুধু ,কান্না দুটি চোখে,
কোন সে ভাষায় বুঝাবো তোমায় কত ব্যথা বুকে।
কে জানে কোন মরণ শোকে হয়ে গেছি হীন,
মন-প্রাণ,যৌবন-জোস,অকালে বিলীন।
এত প্রেম এত মায়া,পাইনি ছোঁয়া যার,
নিয়তির কাছে তাই মেনে গেছি হার।
ব্যর্থতার-ব্যথায় ভাবনা,নিদ্রা হারা রাতে,
আকাশ কাঁদে,বাতাস কাঁদে,আমার কান্না সাথে।
ভুবন কান্না-শিশির, মুছে রবি প্রভাতে,
আমার কান্না নদী হয়ে,বয়ে চলে বুকেতে।
তোমার প্রেমে মত্ত হয়ে,কাঁদিলাম জনম ভরি,
অকুলেতে ভাসিয়া চলিছে,আমার জীবন তরী।
আমি ঘুরি পথে পথে,শুন্য হস্ত যার,
তবু তোমার পাইনি কভু, দৃষ্টি করুণার।
কঠিন কোঠর পাথর তুমি, তুমি হৃদয় হীনা,
আমারি বুকের সুরেলা সুরে, বাজালে অগ্নি বীণা।
আজ আমারি মরণ লগ্নে,শুধু একটি আহবান,
আমারি মতো আর কাহারো,করোনা ব্যথা দান।
যদি মনে ইচ্ছে জাগে কভু,কাউকে ব্যথা দিবার,
ব্যথা দিও ততটুকু,যতটুকু পার সহিবার।
যদি কারো প্রতি ঘৃণায় তোমার,জমে উঠে মন,
যাচাই করিও জনপ্রিয়তা,তোমার জনসমর্থন ।।