শিক্ষিত জাতি আজ মেরুদণ্ড হীন
সনদ ধারী মূর্খতা বাড়ছে দিন দিন।
ছাত্রদের পূঁজি আজ নোট-বুক কোচিং
তাই জাতি পদে পদে খাচ্ছেতো হিচিং।
নকলের মহামারী, প্রশ্ন পত্র ফাঁস
পাইকারি পাশ,আমি বলি নাশ,শিক্ষার সর্বনাশ ।
প্রকাশনী আর বোর্ড বসেছে ব্যবসা জুড়ে,
প্রাইভেট-কোচিং ব্যবসায়ী,তারাও খাচ্ছে খুড়ে।
দিকে দিকে চারদিক সনদের বড়াই
মূল্যবোধ ছেড়ে চলে প্রতিভার লড়াই।
মনুষ্যত্ব কারে কয়,করবে কি গঠন
দিন দিন হয়ে যাচ্ছে,সুশিক্ষার পতন ।
          বুঝেনাতো বুঝেনা-
     কি যে বুঝেনা, তাও বুঝেনা ।
শুধুই প্রতিযোগিতা,সনদের বাহাদুরী
নিজেই নিজের বিবেগ,করে যায় চুরি।।