নিন্দা ঠাট্টা-বিদ্রুপ কর যত মোরে
ততই সত্যর চেতনা বাড়ে হৃদয়ে ওরে।
উপহাস তোমাদের, রঙ্গ ব্যঙ্গ তামাসা
আমার হতাসা দূর করে, জাগায় হৃদয়ে আশা।
      লাঞ্ছনা-বঞ্ছনা,অপমান-অনীহা,
আনে কর্মে সফলতা,বাড়ায় কর্ম স্পৃহা।
তোমাদের কটু কথা, কণ্টক দৃষ্টি,কলংক আঘাত,
আজি আমারে চিনেছি আমি, খুলিয়া নয়ন পাত।
হিংসা-বিদ্বেষ,প্রতিহিংসা যত ভুল,
ভ্রান্তির কাননে মোর,ফোটাল মুকুল।
অবহেলা যতই কর,কর অপমান,  
আত্মশুদ্ধি করেছি ততই, পেয়েছি আলোর সন্ধান।
সমালোচনা যতই, করিছ বারেবার,
ততই মোচিল মোর পাপ,খুলিয়া পূণ্যর দ্বার।।