নিঃসঙ্গতার নিদারুণ,যন্ত্রণার অবশেষে,
মজিলাম মধু প্রেমে,এক মায়াবিনীর প্রেমাবেশে।
প্রতীজ্ঞা-প্রয়াস,সপ্ন-সাধ,করিব প্রেম অর্জন,
সুখ-শান্তি পদতল,মান-সম্মান দিয়ে বিসর্জন।
মুখরিত চারিদার,গোপন প্রিয়ার অভিসার,
শুনি প্রেম জয়ধ্বনি,বাড়ে হৃদে হাহাকার।
      নির্জনে নিরালায়, প্রেম বীজ বুনি,
তপ্ত মরু পথে,যেতে যেতে,আশার দিন গুনি,
বেলা যায়,রাত আসে,জাগি রাত্রি ভর,
আকাশ সাগর গিরি, খুঁজে খুঁজে ফিরি,আমি নিশাচর।
তবু মিলেনি তার সীমানায়,এই হৃদয়ের ঠাই,
জীর্ণ তারে,বাজে বারে বারে,নাই কিছু নাই।


             ভুল সবিই ভুল,
        পাথরে ফোঁটেনা কভু ফুল।
         প্রেম হয়না, শুধু দিয়ে মন,
প্রেমের চাওয়া অগনন, লাগে রূপ-ধন।
         প্রেম অদৃশ্য,প্রতিমূর্তি-রূপ,
পূজারী পূজে দৃশ্য মূর্তি, রূপ-প্রেম স্ব-রূপ,
মূর্তি কভু লয়না পূজা, ভোগ প্রসাদ হীন,
মূর্তি শুধু চাই চাই, বাড়ে পূজারীর ঋণ।।