বিদ্যার কভু নাহি ক্ষয়,
যতই চর্চা ততই তার জয়।
           বিদ্যার পরশে অলৌকিক শক্তি,
            অজ্ঞতা থেকে দেয় যে মুক্তি ।
দূর করে সে আত্মার কালো,
যতই দান,ততই বৃদ্ধি আলো।
             অমিয় সুধা তার অমরত্ব বাণী,
             শুদ্ধ হইয়া উঠে,অজ্ঞ জীবন খানি।