কর্মই মোরে স্বাধীনতা দিলো
করিল স্বাবলম্বী-স্বচ্ছল,
আত্ম চেতনায় অগ্রসর করিল
বুকে এনে দিল ভরসার বল।
অলসতা থেকে মুক্তি দিল সে
করিল মোরে আত্ম-নির্ভরশীল,
কাটিল মোর ব্যর্থতার ভীষণ গ্লাণি
খুলিয়া দিল উন্নতির উচ্চ সিঁড়ির খিল।
সে যে করিল মোরে প্রকৃত সুখী
ঘরে এনে দিল আনন্দ হাঁসির ঝলমল,
মুছে দিল মোর করুণার গ্লাণি
জীবন করিল উজ্জ্বল-প্রোজ্জ্বল।
ভিক্ষা-বৃত্তি থেকে মুক্ত করিল
দায় বদ্ধতা থেকে দিল ছাড়,
অভাব অনটন দূর করিল সে
শান্ত করিল ব্যথিত হৃদয় আমার।
কর্মই মোরে স্বর্গ চিনালো
দিল স্বর্গ সম সুখ,
কর্মেই আজ আমি বিশ্বজয়ী
চিনেছি জীবন-ধর্মের মুখ।
কর্মই মোরে স্বস্তি দিলো
করিল মিতব্যয়ী,দিল শৃঙ্খলা,
কর্মই পরালো সম্মানের তাজ
অস্তিত্ব টিকাইয়া দিল আনন্দের দোলা ।।