বংশ নহে কারোই বাঁচার উপাদান,
কর্মই বয়ে আনে সব সুন্দরের দান।
বংশ কভু সম্মান নাহি দিতে পারে,
যদি মান নাহি অর্জে নিজ ব্যবহারে।
যে জন করিয়া ফিরে বংশের অহম,
সভ্যতা হারা সে,কভু নহে অনুপম।
অহম বংশী নয়তো কর্ম অনুরাগী,
কর্মহীন স্বপ্ন-সুখী,হয় শুধু দাগী।
নিজ কর্ম করিতে যে,নিজে করে লাজ,
সে কভু পায়না খুঁজে,সম্মানের তাজ।


বংশ যদি মান আনে,কর্ম আনে জয়,
কর্ম ছাড়া ঘটে,অস্তিত্তের বিপর্যয়।
কর্মেই টিকে অস্তিত্ত,বংশ টিকায় কি?
ব্যক্তিত্ত ও কর্ম ফল,নাহি কিছু বাকি।


‘বংশ শুধু বয়ে আনে,পূর্ব পরিচয়,
কর্ম করে জীবন যাত্রা,শুভ কীর্তিময়’।।