আমি মানুষ---------
প্রভু দিয়াছেন,জ্ঞান-প্রজ্ঞা,মায়া-দয়া-হুশ।
পেয়েছি সৃষ্টির-শ্রেষ্ঠত্ব,শিষ্টাচার-সভ্যতা-রাজত্ব,  
আমি বীর বাহাদুর,জল-স্থল-আকাশেও আমার বীরত্ব।


আমি মানুষ----------------
শুয়োর কুকুরের মতো, চেটে-চেটে খাই ঘুষ।
আমি ধর্ষক,আমি খুনি,পেতেছি সহস্র মৃত্যু-ফাঁদ,
আমি কামবিকৃত যৌনাচারী,শুনিনা আতুড় ঘরে ধর্ষিত শিশুর আর্তনাদ।
আমাতেই সাজে মদ-জুয়া,যত ধোঁকাকাবাজি,
আমি অভিশপ্ত-সঁপে-যত প্রাণি-বৃক্ষরাজি।


আমি মানুষ--------------------
হিসাব কি করেছি কভু,করেছি কত পাপ,কত অপরাধ-দোষ।
কত জুলুম,কত অত্যাচার,অবিচার,শত মজলুমের প্রতি-
মানুষ হয়ে মারছি মানুষ,জানোয়ার ও করেনি যে ক্ষতি।
কত শোক-তাপ,কত হাহাকার,হানা দিয়েছি বুকে কত জনার ,
আমি ফেরাউন,আমি নমরুদ, নরকের কীট শয়তান-সরদার।


আমি মানুষ-----------------
ভুলেছি মনুষ্যত্ব,গড়েছি পাপের রাজত্ব,হয়েছি বে-হুশ।
আমি দু-পায়ে জানোয়ার,হীন থেকে হীন,নিকৃষ্ট থেকেও নিকৃষ্ট গামী,
তবু বড়াই,দাপটে বেড়াই,অবিশ্বাসীর দল ভুক্ত,আমি চির জাহান্নামী।