(‘শুরু করিলাম,লয়ে নাম আল্লাহর  
যিনি পরম দয়াময়,যার করুণা অপার’)  


                                    জাগো-মুজাহিদ--
রণাঙ্গনে ডাকছে দেখ ঐ ওমর-আলী,বীর-খালিদ।
এসো সত্যবাদী,গড়ি সত্য শিবির,সত্য পথেই লড়ি,
ভাঙ্গি মিথ্যা প্রাচীর,বাঁচলেই গাজী,শহীদ হব মরি।
জাগো-জাগো নিথর বিবেগ,খুলো তব চেতনার খিল,
বিভক্ত কর দু’টি দল,সত্য-মিথ্যা আর হক-বাতিল।
আজ স্পষ্ট কর,তাগুত বাহিনী-সত্যের বাহক দল,
নিরপেক্ষতা-মোনাফেকী,তাদের যত কর পদ তল।
ঘৃণা করা দুর্বল ঈমান,এই কথা কভু সত্য নয়,  
প্রতিরোধের পরিকল্পনা করে-দাও ঈমানের পরিচয়।  
আকাশ-বাতাস বিষণ্ণ আজ,মজলুমের আর্তনাদ,
সাহায্যে কারী-তুমি-চিনিয়ে আনবেই সোনালী প্রভাত।
নির্যাতিত-নিপীড়িত-নিষ্পেষিত আজকের মানবতা,
পাষণ্ড-ভীরু,তোর বুকে জাগেনা কিরে,এত টুকু ব্যথা।
দেখ,পাপীষ্ঠার পদে পিষ্ট হচ্ছে,যত নিষ্ঠা-ন্যায়-নীতি,
উঠ,মিথ্যার যম-দূত,যত অত্যাচারীর ভয়-ভীতি।
চল বীর,ঊর্ধ্ব কর শির,দাও ঈমানের-----হুঙ্কার,
যত বাতিল-খেয়ালী-খোদার আসন,কর ছারখার।
বল,আমি মূসা-ইব্রাহীম,যত-ফেরাউন-নমরুদের,
আমি মহা প্রলয়ের ধ্বংস-নাশ অত্যাচারী-জালিমের।  


বল,আমি চির মিথ্যাদ্রোহী,মিথ্যাকে করিব পদ তল,
সত্য,আমার বাঁচার উপাদান,সত্যই যে বাহু বল।।