বুঝিনা এই সমাজের ছলা-কলা,মান-অপমান,
বন্ধ সিমে হৈ চৈ অপার,ভণ্ড লোকের মান।
অসৎরা পায় সৎ এর সনদ,অসতীরা মহান,
নিত্য বাজে এই সমাজে,গীত-হারা এই গান।
বড় লোকের ক্ষুধা বেশী,হিংস্র ক্ষুধার জ্বালা,
ছোট লোকের ক্ষুধা কিসের,তাই কেড়ে নেয় থালা।
ন্যাংটা পাগল হয়রে বাবা,চরম ভক্তির স্থান,
জন্মদাতার নাইরে খবর,নাইরে মান-সম্মান।
পর্দা ছেড়ে পণ্য সাজে,মডেল নারীর দল,
প্রতিভার নামে পতিতা বনে-ভোগ-বিলাসীর ছল।
অসুর তরে,জনম ভরে,করি জীবন ক্ষয়,
মারছি মানব,খুশি দানব,ভাবি আমার জয়।।