আমাকে আমি দেখিনি কভু
চিনিনি কভু আমাকে,
বারবার প্রশ্ন জাগে
আমিটা আবার কে?
আমাতে আমি মিশিয়া রহিয়াছি
দমে দমে বাতাস,
এই বাতাস সাঙ্গ হলে
পরে রবে আমার লাশ।
কত অহংকার কত দম্ভ করি
আমার আমার বলে,
আমারে সে নিথর করে
আমি যাই চলে।
এই দেহ আমি নয়
এই দেহ আমার,
কিছুটা সময় শুধু
করি ব্যবহার।  
আমি আছি অদৃশ্য মাঝে
কামনা মোহ লয়ে,
আমি-র লালসায় এই
আমারে দেই ক্ষয়ে।
আমি বলে নাইরে কিছু
আমি ও আমার নয়,
আমি শুধুই আল্লাহ‌র হুকুম
কর্মেই ঘটে পরিচয়।।