তোমার সেজদায় পরি
ঝরায়ে আঁখি বারি
এই বন্দনা করি
আমাকে তুমি মানুষ বানায়ে দাও।
আমি দু’পায়ে অশু
মানুষ রূপী পশু
নিকৃষ্টতম নীচ থেকে নীচু
আমার যত পশুত্ব-হিংস্রতা তুমি তুলে নাও।
সদা সত্য বলিতে
সহজ সরল পথে
দাও তুমি চলিতে
যাদের করিছ অনুগ্রহ দান,সেই পথ দেখাও।
আমার কাজে আজ
ইবলিশ পায় লাজ
কলুষিত এই সমাজ
আমার হৃদয়ে তুমি,তোমার প্রেম জাগাও।
পারিনা রাখিতে নিজমান
চতুষ্পদেরও হয় অপমান
হে দয়াময়,রহিম রহমান
আমাকে তুমি মানুষ বানায়ে দাও।।