যোহর-আসর-মাগরিবে,দেই নামাজের বোল,
ফজরে ঘুমে মত্ত্ব,এশায় আড্ডায়-শোরগোল।
জুমা আর ঈদে করি ঈমামের শাসন,
কখনো বা দাড়িয়ে দেই রাজনিতি-ভাষণ।
চুপ মেরে বসে থাক,বে-নামাজীর কথা নাই,
আমি হাজী নামাজী,যাহা বলি শোন তাই।
গত কাল ঈমামসাব পড়েনিক এশরাক,
ঘুম থেকে উঠে শুনে আমি হই নির্বাক।
বুখারীতে পড়েছি,আমল কর হে,মুমিন,
তাহাজ্জুদ-এশরাক,আর আওয়াবীন।
কিন্তু মোদের ঈমাম সাব,করিছে এপাপ,
কোন মতেই তারে,যায়না করা মাপ।
বদলাও ঈমাম,আনো নবাগত,
প্রয়োজনে বেতন বৃদ্ধি,আরও দুই শত।

রাসূল(সঃ)বলে,নহে মুমিন,নহে মুসলমান,
মোনাফেক তুই,অবধারিত নিকৃষ্ট জাহান্নাম।।